সাইন
যেভাবে দূরের দিকে আমি
তুমি ঠিক সে ভাবেই চোখ
যে কায়দায় সামান্য ঠোঁট
আর যৎসামান্য টোল আমার
ক্লাচ জাপটে তুমি সেভাবেই
খুচরো হাসির ছুট্টাকে
লাগাতার কয়েন
আমি কথা কই যেভাবে
আর্কাইভ ছুঁয়ে চটজলদি জিম
তুমি চাও তোমার পয়েন্টব্ল্যাংক
একইভাবে সরাসরি
কোট করুক অপটিমাম ক্লাসিক
যখন খুল্লম খুলে দিই ক্লিভেজ
সিম সিম ক্যান্ডিনিপল
সম্পূর্ণ সনেট আমার নিয়ন্ত্রণে
আর ঘাম-ঘাম সাইনবোর্ড
আমার অধীন
তখন তুমি
ভয়ানক বেহুলাপ্রবাহ
রঙ এবং আয়তনে সাবিত্রী
এমনকি সতীর কোলাজ
Tags:
কবিতা