রত্না দাশগুপ্ত আইচ
নতুন অধ্যায়
কুড়বো চল রোদ্দুর নুড়ি
আকাশ চাঁদোয়ায়
উষ্ণ সুখ ভিজিয়ে নেবো
নদী জল মোহনায়।
বিকল্প ছায়া পড়ে আছে
সেই তমাল তরুমূলে
আধ বিলম্বে জীবন গল্প
নতুন অধ্যায়ে।
আলপথ ধরে ছুটবো সবুজে
ধানশিষে মিলে মিশে
হাওয়ার আঁচলে কুড়োবো মেঘ
দিগন্ত অবশেষে।
শঙ্খচিলের সঙ্গে পাতাবো
মিতালির দূর উড়ান
আকাশের গায়ে আদর স্পর্শে
লিখে দেবো নিজও নাম।
বালিপথ ধরে খুঁজবো চিহ্ন
সুখের খোলসে ঝিনুক
ঢেউ-এর শব্দে চেনাবো তাহারে
মুক্তির পথ চিনুক।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন