প্রকৃত সময়
রোদ পড়ে গেলে দৃশ্যমানতা কমে যায়
কাচে ঢাকা বারান্দায় হিরেকেও ম্লানই দেখায়
......জহুরীরা ঠিক চিনে নেয়
বারমুডা ত্রিভূজে, জানি, হারায় সবাই
আমার ইচ্ছের অভিমুখ, তবু বারবার
ওদিকেই থেকে যায়, বিবিধ অছিলায়--
কোন দেবি আছে সেই খানে, কী মন্ত্রে তার তুষ্টি
কেউ কি জেনেছে কখনও?
তান্ডবের লোভ যাদু স্বরে ডাক দিয়ে যায়
যখন আঁধার হলো, চরাচর শব্দবিহীন
প্রকৃত সময় হয় ত্রিভূজে যাত্রার
সুচিন্তিত মতামত দিন