পিয়ালী বসু
ভাষা'র চেতনা বাস্তব
(১)
মেঘ ভালবাসি আমি
বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে ... ছায়াছবির স্থির চিত্র স্থগিত হয়
শতাংশ ভাঙতে থাকে ... ভ্রান্তিকালে জেগে ওঠে সীমান্ত ছোঁয়া ভাষা
চেতনার সমকোণ ছুঁয়ে ... বিসংবাদী ভাষা আহৃত 'কবিতা' হয়ে ওঠে
(২)
স্পর্শ খুঁজছি ... আলোকোজ্জ্বল নিয়তি মেপে
বছর দশেক আগে ভাষা'র ফেডেড জ্যাকেটটা খুলে
চেনার চেষ্টা করেছিলাম প্রতীক্ষা বিধৌত শব্দের অর্থ
এখন বর্ণের অধিলিপি'তে স্বল্পমেয়াদী ছায়া-চুম্বন
মাস্তুল ছেঁড়া মিলনহীন রিদম
আতপ আড়ালে ভাষা বিবরণের শেষ অবিচুয়ারী লিখে যায়
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন