অ্যাডজাস্টমেন্ট
দিনের আলোয় নাক্ষত্রিক প্রেম কৃষ্ণ গহ্বরের সাথে হয়ে থাকে , ঠিক তেমন করে ভালোবাসতে না পারলেও , সামঞ্জস্যের যে মাপকাঠি ভুলতে বসেছে দেশলাই বাক্স জীবন , তার মাপদণ্ড শিখবে , এ জাঁতাকল পথ !
বহু লিখেছি শক্ত কথা , নরম-সবুজ আলোয় তার বিচ্ছুরণ ছড়ায় শিশির ভেজা দূর্বাদল ! তবুও দিনের ঘনিষ্ঠতায় অশ্রু মুছে ফেলে ধরার প্রাচীন কন্যারা ! গোপন স্তব্ধতায় যে কান্নায় ভিজেছিল মাটির বুক !
এসো , মোছাই সেই চোখের নোনতা আকুতি ; আর ক্রমে-ক্রমশ বক্ষ খাঁজে নরম-দৃঢ়তায় রাখি তোমার নীরব সামঞ্জস্যের জড়ালো এক প্রাণ দাবী !!
Tags:
অন লাইন