কে কার অহংকার সেদিন এতোটাই মুগ্ধ হয়েছিলাম তোমার খোঁপায় ফুল পড়ালাম ফুল, খোঁপায় পড়েছিলো ফুল দুজনেই সৌরভ ছড়ালো নির্ভুল । বিধাতার এমনই অপার সৃষ্টি দ্বিধায় পড়ে যায় দৃষ্টি ফুল নয় তোমার অলংকার তুমি ছিলে ফুলের অহংকার।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন