নাসির ওয়াদেন
পূর্ব পুরুষ
পূর্ব পুরুষদের ত্যাগের বিনিময়ে পেলাম
এক সমুদ্র ভালোবাসার সুখ শান্তি
ত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েই আমরা
ভোগের ঘরে ঢুকে পরেছি সন্তর্পণে--
অবশেষ বলে ছিল কিছু ,কোনদিন আদিকালে
অপসৃত হতে হতেই বাড়ে লোভের লালসা
ত্যাগের মহিমা বড্ড নিষ্ঠুর নিষ্ফলা
কৃচ্ছতা ক্লিষ্টতা শরীরে মনে অহমিকা বাড়ায় ।
ত্যাগের ফলাফল বড়ই কঠিন নিরস তিক্ত
কত ঘাম জমালে মিলে এক কারবালা রক্ত ।।
অন্য বিকেলে
বিশ্বাসের ডানায় ভেসে যায় অন্য বিকেলে
এক নিরপেক্ষ সন্ধ্যার দিকে -
ময়নাগুঁড়ির মেয়ে সাগর মেলায় এসে
ছায়া হীন হেঁটো জলে নিজেকে
সান্ধ্যতর্পনে শুদ্ধ করে এই অবকাশে--
নাবালিকার গন্ধে মেতে উঠে একদল ক্ষুধার্ত মানুষ•••••
জামার ভেতরে তেলেনা দুর্গন্ধ ডানা ঝাপটায়•••
তিস্তার স্রোতে বিকেলের হরেক রঙের ফুল
মাছ হয়ে ভেসে যাচ্ছে নৌকার দাঁড়---
ধূপগুঁড়ির ধূপছায়া পাহাড়ের নাখোশ বিছানা ছেড়ে
উড়ে গেছে ক্ষুধার্ত শ্রমিকের নিরন্ন কুটিরে --
এ বিকেলে বৃষ্টি নামে, তো ওই বিকেলে ঝড়
বনেদি বাগানে ভাঙে পার্বতীর হেলার বাসর ।
যন্ত্রণা
যন্ত্রণার আরেক নাম জীবন
জীবন চেতনার বহিঃপ্রকাশ,
সংগ্রামের আরেক নাম যন্ত্রণা
যন্ত্রণার ভূমিই প্রেরণার উৎসস্থল।
ভাঙতে ভাঙতে নিংস্ব হয়েই গেছি আমি
মুহূর্তে নির্ভাবনার কালো মেঘ সরিয়ে ফেলে বোধি
যন্ত্রণায় ছটফট করে জননী এবং জন্মভূমি
সদ্যজাত মুখ ভুলিয়ে দেয় পৃথিবীর সকল যন্ত্রণা ।
মায়ার কুহকে মোড়া বাঁচার অলীক স্বপ্ন
মাথা উঁচু করে দাঁড়াতে গিয়ে যাতনা বিদ্ধ
ভাঙবো তবু মচকাবনা মনে দহনে দাহনে
তাই জীবনের আর এক প্রান্তে বেঁধে ফেলি যন্ত্রণাকেই।
নাসির ওয়াদেন ■পেশা :শিক্ষকতা(প্র:শি:ধিতোরা মিয়াপুর স্কুল) □ মুরারই,[৭৩১২১৯] ■ বীরভূম (প :ব :) □ 89266 25921
☆ mdnasiruddin1959@gmail.com ●প্রকাশিত গ্রন্থ : ১।বুক ছুঁয়েছি নগ্ন রাতে (কবিতা ) ২।প্রিয় ফুল ও অভিমানী ইচ্ছেরা (কবিতা ) ৩।অথবা অন্য পৃথিবী (গল্পগ্রন্থ টি কাঞ্চীদেশ সাহিত্য পুরস্কার প্রাপ্ত )
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন