ত্যাগ ও এ্যাগনেস এবং আমরা
স্বার্থের আঙুলে আজ ক্ষয়রোগ লেগে আছে
পাপের শরীরে শুধু অনাহুত চাঁদের মিছিল।
আলো নেই, অন্ধের ঘরবাড়ি খোলা পড়ে থাকে;
পিঁপড়ের সারির মত অভাবের বিলম্বিত বোধ
গিলে ফেলে শরীর আঁচায় বিপন্নতা।
দুধ সাদা বিছানার গায়ে শরীরের সুখ চাখে
সুচারু শিল্পরসবোধে বৈভবের বিলাস।
পরম মমতামাখা হাত দুটি খুঁজে খুঁজে
দুঃখ পাপ মুছে রাখে,ধুয়ে দেয় সন্তাপের বুক।
অবোধ শিশুর পাশে সূর্য এনে রাখে,
মৃতকল্পের বৈতরণীর মত নীল সাদা মহিমায়
শান্তিবারি অগনিত দুর্ভাগ্যের একমাত্র জননী।
Tags:
কবিতা