"অগ্নিমূল্য "
এই মাগ্গিভাতা -র বাজারে
পাইনা খেতে পেট ভরে ,
আগুন জ্বলে বাতাসেতে
মরে যায় যত হাড়হাভাতে ।
ভোট দিয়ে কি লটারি পেয়েছো ,
রাজাদের প্রতিশ্রুতিই শুনেছো ।
তবু মিছিলেতে ভিড় বাড়ে
দলের ঝান্ডা হাতে করে -
কার কথা বলেছো ?
কার কথা , শেখানো বুলি
চোখেতে আনুগত্যের ঠুলি ।
ওরা বসে থাকে ঠান্ডা ঘরে
না খেতে পেয়ে যারা মরে -
কি এসে যায় ওদের তাতে ?
দামী গাড়িতে ঘুরতে ফিরতে ।
এই আগুনচড়া বাজারে
পাই না খেতে পেট ভরে ।
সুচিন্তিত মতামত দিন