কাকলি ভট্টাচার্য
সন্ধ্যাতারার কিস্যা
একবার গভীর দুঃখের মেঘ জমেছিল আকাশে--
যন্ত্রণায় নীল হয়ে
মরে যেতে যেতে--
সন্ধ্যাতারা বলে উঠেছিলো --
আমি আকাশ কে ভালবাসি ।
মুহূর্তে সব আলোর গুঞ্জন স্তব্ধ -- রাত ফিকে।
শীতের আর এক ভোর--
আর এক সন্ধ্যাতারা--
শ্বাপদসঙ্কুল সঘন জনঅরণ্যে
সমস্ত রাতের নৃশংসতার শেষে --
মরে যেতে যেতে --
তার হৃদয় উপড়ানো সুরে
বলে উঠেছিল--
আমি আকাশ কে ভালবাসি --
আকাশে তখন হাসি ছড়াচ্ছে--
ভোরের শুকতারা ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন