জয়া চৌধুরী
লজ্জা
চোখ খোলে নীল নীল পদ্মে কোকনদে
ওষ্ঠে মাখা থাকে হেমলক চুমুরা,
ঝননন ঝঞ্ঝায় বেজে ওঠে তন্ত্রীতে
সর্পিল বাঁকা পথ অস্ফুটে শুষে নেওয়া
মুখরস শরীরে।
নীল সব ছায়ারা
ভালবাসে অবয়বে চোখ রাখে কি আবেগে বারবার।
নিলাজের একটানা বেপরোয়া ছোঁয়াছুঁয়ি
স্নান করে আগুনে পুড়ে ছাই পাপসব
জলধারা প্রবাহে সুখ ওঠে বে-আগল
লজ্জায় মরে যায় অচেনা সে নারী এক...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন