শব্দের প্রেমিকা
কতটা আকাশ দেখাবে তুমি
হে ভুবনমোহিনী তুষার মেয়ে
নিংড়ানো শ্বেতপদ্ম খঞ্জনে
ভেঙে পরে দুরন্ত অলকার ডানা
চল হারিয়ে যাই চোখ বন্ধ করে
শবহীন লাশকাটা সংসার ছেড়ে
তরুণ কবিদের সাবধানবাণী ভেঙে
এসো দীর্ঘ থেকে দীর্ঘতর হই ।
এসো আত্মায় ধারন করি
নিথর চুম্বনে আপ্লুত সন্ধ্যা মালা
চাঁদের হাত ধরে উঠে যাই স্বর্গে
শিশির সমুদ্রজলে স্নান করি
ব্যাঙের মতো প্রকাশ্যে উল্লাসে ।
এসো হে শব্দের প্রেমিকা
বিষাদের মদ্যপান ছেড়ে
সুখী হই মহাসুখে
অনেক জ্বালা আর যন্ত্রণা ভুলে
তুমি কালমার্কসের জেনির মতো পাশে থাকো
আমি শীতের উষ্ণতা হয়ে
জড়িয়ে রাখি তোমাকে ।
সুচিন্তিত মতামত দিন