মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ


গৈরিক সহবাস

নারীটির জন্ম শৈশব ঢাকা ছিল বালি হাঁসের
পালকের নীচে; যৌবন পেতে ছিল ধান রঙা বেতসের তীরে।
তারপর একে একে সব সন্ধ্যে ধারা পাত হল।

স্তনন সম্ভোগে গর্ভ গৃহের মৌতাত সরে গেলে
মধ্যবিত্ত বিলাপ আর
গৃহস্থ কথোপকথনে বানভাসি পরান্নের যাপন।

একদিন বহতা নদীর জলে সব মায়া ছেড়ে ছিল
নারীটির শরীর স্বেদ রক্ত হয়ে। একদিন
দেহজ সন্নিপাত অনিবার্য ভেবে
গৈরিক সহবাসে জীবন সম্ভোগ শুধু।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন