পাপক্ষালন
বিকেলের শেষ রোদের মত
ছোট হয়ে আসে ঈশ্বরের হাত।
ঈশ্বর এ হাতে মেঘ ধরেন।
পৃথিবীর সব পাপ ভাঙনের প্রতীক্ষায়
বাসা বাঁধে মেঘের বুকে।
আঙুলের ফাঁক বেয়ে ঈশ্বরকণা
চুঁইয়ে পড়ে পুণ্য স্রোত হয়ে -
মেঘের পাপক্ষালন বৃষ্টির বেশে।
ভালবেসে আমিও একদিন মেঘ হয়ে যাব,
মেঘবালিকার ঠোঁটে ডুব দেব অনন্ত রসাতল।
নক্ষত্র শিশিরের মত
সূর্যের তাপ বুকে নিয়ে দেশান্তরী হব।
মেঘে মেঘে সোনা ফলাব অনাবৃষ্টির দেশে।
সুচিন্তিত মতামত দিন