অরুণিমা মন্ডল দাস
আকাশ
১।
আকাশ মানে “স্কাই”-
কবিদের কবিতা লেখার টাই?
সদ্য পোয়াতি রমণীর সঙ্গম ইচ্ছা---
আকাশের বুকের নীল জামা খুলতেই
বিরাট গহ্বর ------
এপাশ ওপাশ হতেই একমাসের বাচ্চার নড়ে ওঠা
ইংলিশ ছড়া বলতে লাগল----“টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার”
“জীবনের অর্ধেক মার”
আর অর্ধেক উপহার?
২।
ঘুড়ি ,
উড়তেই বিরাট কালো ব্ল্যাকবোর্ড--
প্রহ্লাদের অ আ ক খ----
সীমাহীন দিগন্তে ডুবছে ,উঠছে !
রবি ঠাকুরের লক্ষণ গন্ডি আকাশ ছুঁয়ে
অনাবিল জ্ঞানের স্বর্ণ তাজমহল!
৩।
তাকিয়ে থাকা আকাশ কঁাদছে মায়ের কোলে--
ব্রম্ভান্ডের ওজোন রশ্মির গরম ছঁ্যাকাতে!
উঠে দঁাড়াল, এগোল ,দেখল----একটা মিষ্টি গন্ধের সরবতের গ্লাশ
হাতে স্বয়ং কৃষ্ণ!
ছেলেটি কৃষ্ণের চোখে চোখ রেখে ঘুরে দঁাড়াল, হুঙ্কার দিয়ে
অশুভ শক্তি বিনাশ করে হাসিতে ফেটে পড়ল!
এদিক ওদিক চারিদিক শুভ্র বদনে?
৪।
তপশিলী উপজাতিদের পোড়ানো কালো ধোঁয়ায় -----আকাশ!
ছোটোলোকের লাগানো গাছের অক্সিজেনে হাসছে ------ আকাশ!
শত বিপ্লবীর রক্তের চিৎকারে রেগে ফুঁসছে -----আকাশ!
বেকারের চোখের জলে আক্ষেপে কাঁপছে -----আকাশ?
তবুও
একশ টাকার কাপড় আর খড়ের ছাউনির ঘরে পচা ছেলের
মা বাবার করুন মুখে প্রেমের পার্বন ?
৫।
ভাদ্রমাসের স্নিগ্ধ মেঘ----
নয়নে জলে ভাসা সদ্য বিবাহিত কণ্যার ক্লান্ত মুখ--
দশমীর রাতের শেষ প্রেমে যুবকের বুকে হু হু করে ওঠা
উদাসীন রাঙা চোখ---
বাসরের ঝরে যাওয়া শেষ ফুলের আর্তি---
দূর থেকে ছুটে আসা কোন সৈনিকের ব্যর্থ প্রেম---
কবিদের প্রথম প্রেমের কবিতা -------
?
খুব সুন্দর
উত্তরমুছুন