Header Ads

Breaking News
recent

অনন্যা ব্যানার্জি

অনন্যা ব্যানার্জি
শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায় দীপাবলির আলোকে আজ উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক। আলোকের এই ঝর্ণাধারায় সকল অন্ধকার, কালিমা ধুইয়ে পৃথিবীকে আলোকিত করতে জ্বালানো হবে সহস্র দ্বীপ। বাংলায় ‘দীপাবলি’, হিন্দিতে ‘দিওয়ালি- যার অর্থ প্রদীপের সারি। দীপাবলির আলোয় দূর হয় সকল অশুভ শক্তি, ঘটে শুভ শক্তির আর্বিভাব। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মশাস্ত্র মতে, মা কালী হচ্ছেন অগ্নির সপ্তম জিহ্বা আর অগ্নি হচ্ছেন স্বয়ং ঈশ্বর; যা মা কালী বা শ্যামা নামে ভক্তদের কাছে তাদের মাতৃ আরাধনায় দিপাবলি উৎসবের এই দিনে উপস্থিত হন।

এ উৎসব থেকেই আজ  সকল কু অর্থাৎ খারাপ কে দূর করে যা কিছু শুভ তাকে আহ্বান জানাই বিশ্ব শান্তির লক্ষ্যে,  আঁধার ঘুচিয়ে আলোর দিশায় অন্তহীন অনন্ত পথযাত্রীর মত ।

এ উৎসব হোক বন্ধনের ,ভ্রাতৃত্বের । এ উৎসব হোক নতুনের , এ উৎসব হোক পবিত্রতার এই কামনা করে আমি অনন্যা সাজালাম এবারের গানঘর ।হিমের রাতে ওই গগনের দীপগুলিরে ...  


আকাশ প্রদীপ জ্বলে ...  নিবিড় ঘন আঁধারে ...  


দীপ জ্বেলে ঐ তারা ...  মঙ্গল দীপ জ্বেলে ...  তুমি নির্মল করো ...  


বরিষ ধরা মাঝে ...  


আগুনের পরশমণি ...  


আনন্দলোকে মঙ্গলোকে ...  


কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.