মধ্য চল্লিশে
মধ্য চল্লিশের ছোবড়া শরীরে
প্রেমের শীৎকার থাকে না,
থাকে বিজননামা --প্রদীপ
টিমটিম
বুলেট ট্রেন নয়
লোকাল চলে-
ফোঁটায় ফোঁটায় ;
কোন সেল্ফি মচত্ করে না
টিলায় দাঁড়িয়ে --
ধারার মুখোমুখি
হতে চাই মন;
এস্ররাজের পৌষালি টিউন
জানে না -- নদী একটা দেবী
বহমান...
মনের শার্সিতে --
একটা ছায়া, উকিঁ দিয়ে ডাকে
ধোঁয়া ধোঁয়া...
রাধা কোন পরকীয়া নয়,
সমস্ত--পূঞ্জিভূত প্রেম;
একটা ম্যাসকট...
কেবল আমায় রাঙিয়ে দিয়ে যায়।
সুচিন্তিত মতামত দিন