৪ লাইনের ৫টি কবিতা
বিচিত্র ব্যবহার
বাস্তবতার এক জ্বলন্ত নিদর্শন সগারেটের টুকরো
সুখটানে তৃপ্ত হয়ে ছুড়ে ফেলে দেয় ডাস্টবিনে
রাত্তিরে চোখে ঘুম আসে না যৌনপল্লিতে না গেলে
এমন নিপাট ভদ্রলোক খুঁজে পাওয়া মুশকিল দিনে।
জেগে থাক বাকি রাত
আবার যেন ঘুমিয়ে পড়ো না জেগে থাক বাকি রাত
সিংহের হিংস্র গর্জন চায় রুখে দিতে সুপ্রভাত।
হরিণ কখনো প্রবেশ করে না সুপ্ত সিংহের মুখেতে
বাকিটা সময় তোমরা কাটাতে চেয়ো না ঘুমিয়ে সুখেতে।
প্রেমের ক্ষমতা
প্রেমের বশ্যতা না করে স্বীকার কে কবে পেয়েছে পার
ইরাক, সিরিয়ার হানা্দারদেরও তার কাছে হবে হার।
প্রেম ছাড়া এই পৃথিবী অচল সে অপ্রমাণিত আর নয়
বহু বলিদান শেষে যুগে যুগে প্রেমেরই হয়েছে জয়।
মাঝির সাথে নদী পারাপার
ইছামতী নদির বুকে ভাসিয়ে দিলে নাও
মাঝি তুমি যেথায় খুশি সেথায় নিয়ে যাও।
তোমার হাতে বৈঠা দেখে মনে সাহস পাই
ওপারে ঘরে ফিরতে হবে সঙ্গী হলাম তাই।
ভাবছি
কোথায় তুমি কোথায় আমি দুই জন দুই কূলে
ঢেউ এসে বুকে আছড়ে পড়ে যাইনি তবু ভুলে।
নদীর পাড়ে নয়ন মেলে সকল সময় ভাবি
কেমন করে ঢেউয়ের সাথে যাচ্ছে ভেসে দাবি।
Tags:
অন লাইন