অমরেশ বিশ্বাস
আহ্বান
খুশির শীতল হাওয়া এসে
লাগল কাশের বনে
তালে তালে দোলায় মাথা
ঢেউ তুলে যায় মনে।
হচ্ছে মনে কাশ বন আজ
সেজেছে নতুন সাজে
মা আসবার সময় হল
মনে তাই ঢাক বাজে।
ডাল ভরেছে শিউলি ফুলে
নিবেদনের তরে
ইচ্ছে মনে ঠাঁই যেন পাই
মায়ের চরণ পরে।
ঘাসের আগায় শিশির জমে
হিমেল হাওয়া বয়
সোনার ধানে দোলায় মাথা
আর কে ঘরে রয়।
নীল আকাশে এখন শুধুই
সাদা মেঘের ভেলা
সারাটা দিন চলে তাদের
ছবি আঁকার খেলা।
শরৎ এসে হাতছানি দেয়
কে আর ঘরে থাকে
পদ্ম, শালুক ফুটছে তারাও
খালে, বিলে, পাঁকে।
শরৎ এসো এমনি করেই
মায়ের আগমনে
তুমি এলে খুশির আমেজ
জাগে সবার মনে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন