সমাধান বড়ই জটীল অঙ্কখানা সূত্র কি তার, নেই তা জানা ভাবছি বসে বসে এমন সময় আকাশ থেকে পড়লো তারা খসে। তারাখানা চমৎকার দিল সমাধান সমস্যার বাঁচলাম হাঁফ ছেড়ে। অঙ্ক স্যারের চোখ কপালে আদর করে ডেকে বলে বলতো দেখি অঙ্কখানা করলি কেমন করে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন