চলে যাব একদিন
আমাকে কেউ স্মরণ করবে না জানি, মৃত্যুর পর
সময় বদলের জোয়ার ভাটায় বিলুপ্ত হব জানি
তবু বিশ্বাস নক্সীকাথায় বোনা আমার একেকটি ফোড়,
জানান দেবে আমি আছি, স্বপ্নঘোরে এই রব শুনি।
গোরস্থানের গহব্বরে চলে যাব একদিন, ফুটবে বুকে বেলী
বুলেটের মত ছুটে এসে বৃষ্টিরা, ঝরে কাঁদবে -
প্রহরী হয়ে দেবে পাহারা ন্যাড়া বাটির সাদাটে খুলি
মা আমার এই বাংলার মাটি, আদরে জড়িয়ে নেবে -।।
বৃষ্টিরা
পাষাণের মত বৃষ্টিরা আর ঝরে না
সপ্তাহ ধরে,
কাপড় সিঁদুর পড়িয়ে ব্যাঙদের বিয়ে হচ্ছে বেশ জমজমাট
বাশিঁ বাজছে সানাইবাদক হয়না ক্লান্ত,
তারাও বৃষ্টি চাই তুমুল বৃষ্টি , ভেসে যাবে যাক গ্রাম
কচি ধানের ভুঁইয়ে এসেছে পানির মঙ্গা -
কোথায় মেঘ যুবতীর দল?
রুক্ষ মাটিতে পিপড়াদের চলছে অনশন হরতাল
বৃষ্টির প্রতিক্ষায়, প্রতিক্ষণ কাটছে
তবু সূর্যের অভিশাপে পুড়ে, বৃষ্টিকে আহব্বান করা থেমে যায়নি
বৃষ্টি আসবে
বৃষ্টিরা আসবে
খরার তীব্র কোপ কাটিয়ে,
মেঘের পাল্কীতে চড়ে।।