মেঘ জমেছে মনে
গুরু গুরু না হলে বৃষ্টি আর বৃষ্টি হয় নাকি,
তবে এক পশলা নামিয়ে পরে মুখ খুলো।
কালবৈশাখীর বয়স গেছে, সেই ধুলো ওড়ানোর
দামালপনা, সম্পৃক্ত আবেগ পেরিয়ে গিয়েছি।
এখন তোমার মন্দ্রিত স্বর আগেই বেজে উঠলে
ভয় হয়, কৃপা বৃষ্টি ঢালবে তো এর পর?
সকাল থেকে যা মুখ ভার করে বসে আছো
এক পশলা নামুক প্রথমে, তারপর রাগ,
অস্বস্তি কাটাতে স্তাবকতা শুরু করতে পারি
নিষ্ঠ হতে পারি দম চেপে। কি জানি কখন
হাওয়া ঘুরে ওড়াবে এ সবই, শুষ্ক জলছবি।
রুদালি ডেকেছি এই এলো বলে, তারপর যদি।
গুরু গুরু শুরু হতে কান পাতি কখন ফোঁপাবে,
ঝরো ঝরো প্রগাঢ় উচ্ছাস জাগাতে, মেঘমুখী
গান গেয়ে উঠি, \'আবার আসিল-\' বলে
ব্যাকুল আবেগে, সংকেত পাঠাই বারবার।
বিজাতীয় হাওয়া, ওড়াতে চেয়েছে আয়োজন।
এতোই বেপথু তুমি উড়ে যাবে ভাবো সব ছেড়ে ?
এরকম না হলে কবিতা আবার কবিতা হয় নাকি!
উত্তর দিনমুছুনএরকম না হলে কবিতা আবার কবিতা হয় নাকি!
উত্তর দিনমুছুন