সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০১৬
প্রকাশিত নবসাহিত্য কমল" পত্রিকার চতুর্থ বার্ষিক শারদীয়া সংখ্যা
sobdermichil | সেপ্টেম্বর ২৬, ২০১৬ |
সাহিত্য সংস্কৃতি বার্তা
| মিছিলে স্বাগত
গত ২৪শে সেপ্টেম্বর "নবসাহিত্য কমল" পত্রিকার চতুর্থ বার্ষিক শারদীয়া সংখ্যা মালদার টাউন হলে প্রকাশিত হল , পত্রিকার মালদা শাখার সম্পাদক শ্রী সুবোধ কুমার দাসের ব্যবস্থাপনায়। পত্রিকাটির সম্পাদকমন্ডলীতে অনেক কটি জেলা স্হান পেয়েছে এবং তিনমাস অন্তর অন্তর বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন সংখ্যা প্রকাশ এবং সাহিত্যসভা আয়োজনের রেওয়াজ আছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি এবং গায়ক শ্রী অরুণ চক্রবর্তী । তার লেখা " লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা / হেথাক তুকে মানাইছেনাই রে" র জনপ্রিয়তার কথা নতুন করে বলার নেই । পত্রিকার প্রাণপুরুষ কবি কমল দে শিকদার যথারীতি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু তে ছিলেন ।
অনুষ্ঠানের সূচনা হয় সাঁওতালি নৃত্যের মাধ্যমে । কবিতাপাঠ গান আবৃত্তির পাশাপাশি ছিল শ্রুতিনাটক । পরিবেশনায় গোপাল গাঙ্গুলী এবং শর্মিষ্ঠা সেন । লিটলম্যাগ আন্দোলনকে জেলায় জেলায় ছড়িয়ে দেবার এই উদ্যোগ স্বাগত জানায় উপস্থিত অসংখ্য সমবেত সমমন মানুষ।
সংস্কৃতি সংবাদ : শর্মিষ্ঠা ঘোষ।

