ইচ্ছে
ইচ্ছে ছিলো ভাসবো ভেলায়
ইচ্ছে ডানায় ইচ্ছে মতন,
আকাশ নদী যেমন যেথায়
ভাসিয়ে নেবে যেমন তেমন।
ইচ্ছে ছিলো শিউলি হ’ব
উঠোন ভরে পরব ঝরে
শরৎ আকাশ নীলচে বাতাস
ডাকবে আমায় বাঁশির সুরে!
ইচ্ছে ছিলো ছুটবো মাঠে
রঙবেরঙের প্রজাপতি
ইচ্ছে ছিলো শিশির ঘাসে
মনটা খাবে লুটোপুটি।
ইচ্ছে ছিলো সেই হারানো ছেলেবেলা
ফিরবে ঘরে,
ইচ্ছে ছিলো এক্কাদোক্কা
খেলবো আবার সাঁজ শিয়রে।
ইচ্ছে ছিলো রাত কপালে
জ্বলব আমি চাঁদটি হয়ে,
ইচ্ছে ছিলো নদীর বুকে
নামবো আমি জ্যোৎস্না নিয়ে।
ইচ্ছে গুলো মনের ঘরে
একলা একাই গুমরে মরে।
ভোরের শিশির চাঁদ তারারা
স্বপ্ন ঘোরে যায় হারিয়ে!