Header Ads

Breaking News
recent

রাহুল ঘোষ

 রাহুল ঘোষ

জলকথা 

আশার গর্ভগৃহে যখন শুষে নিলে এই ঠোঁটের যাবতীয় পোড়া দাগ,
প্রাচীন সভ্যতা তখন আলোর ছন্দে জ্বলে উঠছিল তোমার ঠোঁটে।
যে-আমি বিপন্ন নাবিক ছিলাম এতদিন ঝোড়ো হাওয়ায়
একান্ত নদীটিকে পেয়ে, কে জানে কত জন্ম পরে
দক্ষ ডুবুরির পুরোনো ছন্দে খুঁজে নিই তোমার নিজস্ব বন্দর!
এখানে মাটির ঘ্রাণ আর জলের স্বাদ চিরচেনা আমার,
কে জানে কোন দুর্বিপাকে ছিটকে গেছিলাম ভাঙা মাস্তুলে
ডুবে যেতে যেতে অচেনা জলরাশির ভয়াল গ্রাসে
তবুও তো দ্যাখো চিনে নিতে পেরেছি তোমার অথই
খুঁজে নিতে পেরেছি অনন্ত জল, জলকথা লিখতে লিখতে!

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.