বিচার
দেশলায়ের আগুন স্পর্শে -
প্লাস্টিকের গলিত লাভা,
ঝরে পড়ে মাটিতে ।
বাষ্প হয়ে উড়ে যায় কান্না ।
আঘাত, শোষণ, লাঞ্ছনা, চলে নীরবে,
শুদ্ধ শরীরের উপরে ।
তবে এসবের বিরোধিতা হয় ।
প্রতিবাদ হয় ।
মিছিল হয় ।
মোমবাতি ও জ্বলে ।
তবু ঠিক বিচার হয়েও হয় না যেন ।
ভারত
শস্য মাখা মাঠ,
ধূলো ভরা মাটি ।
নীলাকাশের নীচে সুন্দর,
শীতল কলকল জল নদী ।
বসুধা পরিপূর্ণ এ ভারত,
পাহাড়, পর্বত, মরু, সমুদ্রে ।
কত স্থাপত্য, উপাচার কত,
গীর্জা,গুম্ফায়,মন্দির,মসজিদে ।
তার বৈদিক রীতি,
ঋষি সামগান মন্ত্রোচ্চারণ ।
সেই আভিজাত্য ঐতিহ্য,
সংস্কৃতি করছে ধারণ ।
ইতিহাস ফিরেছে বারে বারে,
রাজা, রাজত্বের দাপটে ।
শাসন, শোষণে তখন দেশ,
দরিদ্র, অশিক্ষা, গ্লানি, জড়ত্বে ।
বিপ্লবীর আত্মত্যাগ তখনই,
রক্ত ঝরানো স্বাধীনতার কামনায় ।
মুক্তির আনন্দ পনেরো আগস্ট,
পতাকায়, পতাকায় ।
এই ভারত পবিত্র গর্বের,
ত্যাগ, অহিংসায় ।
জাতি, ভাষা মিলেমিশে একাকার
যেখানে আমরা মৈত্রীর গান গায় ।
উৎসর্গ
অন্ধকার অভিষাপ আজ অস্তাচলে ।
অস্তাচলে লুন্ঠনের গ্লানি ।
যন্ত্রণা, কষ্ট মেখে যে দৃঢ়প্রাণ -
গেয়েছিল " বন্দে মাতরম, বন্দে মাতরম " ।
তাদের প্রণাম,প্রণাম ।
যে কঠিন শিকল তারা ছিঁড়ে ছিল,
তাতেই আমার মায়ের আত্মার মুক্তি ।
তাতেই নবজন্ম লাভ ।
সোনার ইতিহাস ।
ত্যাগ, শান্তি, সতেজতার প্রতিরুপে -
আজ ও যে পতাকা উত্তোলিত হয় ।
তখন সে লক্ষ, কোটির হৃদয় ।
মহামিলনের গান ।
চঞ্চল তখন চিরমুক্তির আনন্দ ।
ওগো বীর বিপ্লবী,
তোমাদের প্রণাম,
এই সুন্দর উপহারের জন্যে ।
প্রতিদানে কতটুকুই বা দিতে পারি ।
আর্শীবাদ করো যেন আমার মায়ের সম্মান -
প্রাণ দিয়েও রক্ষা করতে পারি ।
সুচিন্তিত মতামত দিন