শরীরের প্রতিটি অন্তরতর তন্তু অতিক্রম করে
আক্রোশের তীব্র ফণা চারিদিক ভরিয়ে দেবে শোণিত -স্রোতে
ঘরের কেদারা,কার্পেট ,মেঝে
এবং সর্প চিহ্নিত প্রাত্যহিক দিনলিপি জানান দিচ্ছে
তোমার আমার দুরত্ব এই মুহূর্তে বিষময় ও অনন্ত
'
এসবের চেয়ে অন্য কিছু করা যাক বরং
নিশ্চুপে বসা যাক কুটকুটে তিক্ত তারাদের সামিয়ানার নীচে
সময় কে বরং ফ্রিজ করা যাক ... ঘন কালো'তে
অথবা অপলক নয়নে খিস্তি করা যাক
বহু বছর আগে যে ট্রেন ছেড়ে গেছে ...শেষ হয়ে গেছে যেসব বিদায় বার্তা
আমি বরং স্বশাসিত নিজ রাজ্যে বসে আরও একবার পিছু ফিরে দেখে নিই তাদের
and fury make head,
blood drenching vivid
couch, carpet, floor
and the snake-figured almanac
vouching you are
a million green counties from here,
than to sit mute, twitching so
under prickling stars,
with stare, with curse
blackening the time
goodbyes were said, trains let go,
and I, great magnanimous fool, thus wrenched from
my one kingdom.
এই মুহূর্তে আমার চিন্তাগুলি বিবর্ণ খয়েরী
আমার কান্নাগুলি অম্ল সুরা-সম
অথবা এও বলা চলে সেগুলি তিক্ত হলদেটে আভরণে ঢাকা
কোন এক অজানা বিষাদে আচ্ছন্ন স্বকথিত তারকা
আজ রাতে শান্ত বাতাস আর সুমধুর প্রেম হয়ে উঠবে জ্বালাময়ী ... দগ্ধ
আশে পাশে ইতি- উতি ছড়াবে কানাকানি
আর আমি সে সময়ে নিজেকে সাজাবো লেবু-গন্ধী হলুদ চাঁদের
ব্যঙ্গ আর তির্যক মুখোশে
আমার শীর্ণ অপরিপক্ক হৃদয়
প্রথম গ্রীষ্মের ক্ষুদ্র,কষা,তিক্ত জাম ফলের মতো
চিরন্তন অনাবিলতায় ঝুঁকে পড়বে
বৃদ্ধ জীর্ণ কাণ্ডের শিয়রে
Jilted / Sylvia Plath
My thoughts are crabbed and sallow,
My tears like vinegar,
Or the bitter blinking yellow
Of an acetic star.
Tonight the caustic wind, love,
Gossips late and soon,
And I wear the wry-faced pucker of
The sour lemon moon.
While like an early summer plum,
Puny, green, and tart,
Droops upon its wizened stem
My lean, unripened heart.
আবারও পড়তে হবে ....বারবার ....এ লেখা মাথায় ধরাতে আমার অন্তত সময় লাগবে ....
উত্তর দিনমুছুনwow...
উত্তর দিনমুছুন