পলাশ কুমার পাল

পলাশ কুমার পাল

ইনবক্স

ইনবক্সটা বড্ড খুশির
ইনবক্সটা বড্ড নেশার;
এখন কথার ঘুড়ি সবই
ইনবক্সেই করে বিহার।

মেলার মতো সেথায় কথা
হরেক দোকান হরেক মাল;
কেউ সেথা তাঁবু খাটায়
কারুর প্লেটে নুন-টক্-ঝাল।
কেউ কেনে পুতুল-গাড়ি
কেউ কেনে নিষিদ্ধ বই;
কেউ ঘোরে নাগর দোলায়
কেউ হুল্লোর হৈচৈ।

ইনবক্সে নিম্নচাপ আর
ইনবক্সেই উচ্চচাপ;
বুকের ভিতর উষ্ণায়ন
মন পোড়ায় তারই তাপ।
'সম্পর্ক' খেলা সেথায়
ভীষণরকম জনপ্রিয়;
কবিতা নয় ঝুমুর সেথা
অধিকরকম গ্রহণীয়।
বান্ধব সেথা রিকেট রুগী
স্বার্থচাটনী আসল স্বাদ;
পরকীয়াতে টইটুম্বুর
অযুক্তির কাঁধেতে হাত।

অন্তর্বাসটা সেথায় খোলা
যৌনতার ভীষণ ঝাঁঝ;
নগ্নদেহে সকলে হাসে
ইনবক্সের উপন্যাস।
আড়াল শুধু ভাঁড়ামি
ইনবক্সটাই খোলা মাঠ;
পশুর গুণে মানুষ সেথা
বেচাকেনার শিল্প-হাট।

কেউ বা আবার বোবা বেশে
ইনবক্সটা ডিলিট করে;
ইনবক্স তবু সংখ্যাগুরু
সরকারটা তাদের ঘরে।



হরেক বোলের একটিই সুর

ঢ্যাঙ কুড়াকুড়্ ঢ্যাঙ কুড়াকুড়্
বাজল মহালয়ার সুর
আয় রে সব ছেলের দল
মণ্ডপেতে সাজছে ঠাকুর
ঢ্যাঙ কুড়াকুড়্ ঢ্যাঙ কুড়াকুড়্

তাক্ দুম্ তাক্ দুম্ তাক্
বাজবে রে ঐ পুজোর ঢাক
দুঃখ সকল মুছে দিয়ে
পড়ব সবে নতুন পোশাক
তাক্ দুম্ তাক্ দুম্ তাক্

তাতা তাতা থৈ থৈ
দুগ্গা মা সাজবে ঐ
তুলে রাখব মোদের বই
পুজো দেখতে যাব রে সই
তাতা তাতা থৈ থৈ

তা ধিন্ তা ধিন্ ধিন্
মনের মাঝে বাজবে বীণ
ধুনুচিতে নাচের রিদিম
আড্ডা খেলায় কাটবে দিন
তা ধিন্ তা ধিন্ ধিন্।

তা ধিন্ তা ধিন্ ধিন্
ও ছেলেরা ও মেয়েরা
আসছে আবার খুশির দিন
আকাশেতে উড়ছে ঘুড়ি
এই ছড়ার মতোই রঙীন
তা ধিন্ তা ধিন্ ধিন্।

তাতা তাতা থৈ থৈ
মণ্ডপেতে যাব রে সবে
করব গপ্প আর হৈচৈ
মণ্ডা-মিঠাইয়ে ভরবে পেট
তাতা তাতা থৈ থৈ।

তাক্ দুম্ তাক্ দুম্ তাক্
সব দিন যদি এমন হত
বইহীন পুজোর ঢাক
সারাবছরই ফুটত কাশ
সবাই মিলে বাজাতাম
তাক্ দুম্ তাক্ দুম্ তাক্

ঢ্যাঙ কুড়াকুড়্ ঢ্যাঙ কুড়াকুড়্
আয় রে আয় সবাই মিলি
মুছে দিয়ে বিভেদ-বেসুর
মাকে শোনাই সেই অনুরোধ
হরেক বোলের একটিই সুর
ঢ্যাঙ কুড়াকুড়্ ঢ্যাঙ কুড়াকুড়্




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.