রূপসি মনামি
এক আলোকবষ' দূর থেকে
আমাকে ডাকে রুপসি মনামি
স্বাতি নক্ষত্রের বুকে ...
আকাশ-বুকে জানালায় দাঁড়ালে
নিজেকে গোবি মরুর চিল লাগে,
ডানায় তার --সোনালি পিরালের আয়োজন ;
শ্রীলঙ্কান্ সাগরতীরে দাঁড়ালে
রঘুবীরকে নপুংসক বলে মনে হয়,
আষে'র শ্রষ্ঠতম কাপুরুষ --নিকৃষ্ট ;
মধ্য প্রাচ্যের বীর না বব'র ছায়া ?
রোদেলা অরণ্য ভেঙে আনে তমশা,
তখনও...
আমাকে অনাহুতের মত রুপসি মনামি
পেল্লব জোনাকির আঁচল দিয়ে ঢাকে ;
ফসলের গান শেষ হলে-
দিগন্তে শুধু ধূধূ রোমন্থন --জাবর কাটা,
আমাকে একটি চাঁদের পাহাড় দাও
এক বুক সরল নদী দাও
পৄথিবীর সব রং নিয়ে
অঘ্রাণের সব পাণ্ডুলিপি মুছে ,
রূপসি মনামি !
মুখোমুখি বসিতে চায়
তোমার ওই চালাঞির এক কোণে ;