চয়ন ভৌমিক
! দৈব !
যেখানে শুরু হল,
তার পাশেই
লেখা হল "শেষ।"
রাতের কোলের কাছে দেখো
নিচু হয় ওই
দিনান্তের আলো অবশেষ।
তবুও তো ক্ষেত জুড়ে চাষ
তবুও তো শোনা,
অস্ফুট কোনো দূরভাষ
-- আজন্ম ফসলের ভোর।
কী করি সরাই বলো
ঈশ্বরের নিরব আদেশ।।
! রহস্য !
ঘুমের মধ্যে জন্ম নিল
আরেকটা আধ ঘুম।
স্বপ্নের ভিতর বড় একটা মাঠ।
ছুটছে দেখো -
অসফল এক দৌড়,
তার সামনে অধরা সব সুখ।
সেসব লক্ষ্য ভীষণরকম দূর,
অদৃশ্য তার উড়তে থাকা চুল,
চাইনি সে -
কখনো আমার হোক
অসমাপ্ত রাত এভাবেই কাটুক।
! অভিযান !
পাহাড় মানেই একটা কুয়াশা।
একগোছা কালো চুল
ঘাড় ছাপিয়ে নেমে আসা মেঘ,
শৃঙ্গারভূষণ, নত চাহনি।
অথবা,
একটা নদীর উৎস,
রকিং ঝর্ণা আর দুর্গম লাস্য।
এসব গোপন, সঙ্গমের মুহুর্ত-
বলিনি কাউকে,
সেই শুধু জানে
কেন এই পর্বতারোহণে গিয়ে
আর ফিরিনি।
অসাধারণ ! আচ্ছন্ন হয়ে গেলাম l
উত্তরমুছুনসুন্দর ভাবনার ফসল
উত্তরমুছুন