অলোক মিত্র



আবার আসবো আগামীতে

পুরানো শতাব্দীর পেন্ডুলাম ছুঁয়ে বলছি
আবার আসবো আমি আগামী শতাব্দীতে ।

এক মুঠো শিশির ঝরাকাল, অন্ধকার রাত
তোমরাও না হয় এসো আমার সাথে কয়েকজন ।
নিমন্ত্রণ রইলো.........
সেদিন বরুণা বাষ্প হয়ে
হয়তো হবে একরাশি স্বপ্নমেঘ
মেঘ আর অনুরাগে গলে হবে
রিমঝিম বৃষ্টি সকাল দুপুর ।
তৃণ লতাগুল্ম  হয়তো হয়ে
উঠবে ঔষধি বনস্পতি ।
অতঃপর! পিতলের চেয়েও
ধুয়ে মুছে চকচকে হবে
আজকের পৃথ্বী ।

তখন না হয় একটু উষ্ণতা দিও
কারুময় প্রেমে
দিও ডুবে যাওয়া চরাচরে
ভেসে থাকার ভেলা ।
হারিয়ে যাওয়া নদীর
ভালোবাসা দিও
দিও পরিযায়ী পাখির কূজনে
ওম ছড়ানো প্রেম ।
চুম্বকযানে দিও নিরুওয়াপ ভ্রমণ
তবেই আমি আসবো
আসবো আবার ফিরে
বলেশরের তীরে, এই মরা গাঙে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.