অমৃতযোগ
শূন্যতা শেষ পর্যন্ত শেষ কথা বলে না
স্বপ্ন পোড়া ছাইয়ের অন্তরমহল থেকে
মুখ তোলে আকাঙ্খার অশ্বত্থ বীজ
কলি যুগে স্বল্পায়ু শোক
মৃতের ঘরে বসেই অমৃতের অঙ্কুরোদ্গম
টের পাই
শোক ঠেলে বেরিয়ে আসি ---
বহুদিন পর কোন নিরালা বেলায়
হাওয়ার জানলায়
বিগত সময়ের ধুলো মাখা
সেইসব না পাওয়া চাওয়া মুখ
অকিঞ্চিতকর , প্রত্যাশার পারদবিহীন ,
অর্থমূল্যহীন অচল পয়সা
ভালো লাগে সুখ –অসুখ ,
শোক ও অশোক চিহ্নহীন এই শূন্যতা
মনে পড়ে শূন্য থেকে প্রতিবার এক’ এ ফেরা
আমার স্বপ্ন জন্মে ফেরা …….
চেতনার প্রতি স্তরে বিচরণ ! আপনার অনুভূতির দুয়ার মুক্ত ! এক আকাশ বিচরণ ক্ষেত্র
উত্তর দিনমুছুন