একলা পাহাড়
একলা পাহাড় দাঁড়িয়ে আছে অনন্তকাল
একলা তো নয়
শহর আছে সঙ্গে দুপুর সন্ধ্যা সকাল।
পাহাড় জানে শহর মানে শুদ্ধ আছি
শহর তো নয়
মেঘ কুয়াশা বরফ এরাই কাছাকাছি।
মানুষ তবু আলোর পথিক পাহাড় টানে
পথিক তো নয়
মগ্ন থাকার মন্ত্র শোনে অবোধ প্রাণে।
একলা পাহাড় তাকিয়ে খোঁজে সমস্ত দিক
খোঁজা তো নয়
দূর দিগন্তে যে আছে সে প্রাণের অধিক।
সরল দেহী গাছেরা তার অনন্ত সুখ
সুখ তো নয়
বাঁধন দিয়ে ভরিয়ে রাখে পিয়াসী বুক।
পাহাড় চেনে রোদ্দুর আর অন্ধকার
চেনা তো নয়
বুক চেরা জল নদী হলেই কেউ না তার ।
Tags:
কবিতা