সুপ্রতীম সিংহ রায়



লাভ মেকিং 

রাগ ভাঙা...লাভ মেকিং.....
ইত্যাদিতে কয়েক শতাব্দী কেটে গেলে
আমাদের টু বিএচকে চেরাপুঞ্জী এবার,
মন খারাপ...
হে প্রিয়তমা, আজও প্রতি ঐশ্বরিক সঙ্গম শেষে অবিকল
তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট "ডোন্ট টাচ মি" হয়ে ওঠো।

Previous Post Next Post