বিচার
এক এক করে ধবংস হচ্ছে বাড়ি
পায়ের নিচের মাটি খুঁড়ছে ভয়ে ।
রক্ত সরছে নদী থেকে সাগর
কত টাকা উঠল টিকিট জয়ে ।
শান্ত হতে সময় লাগল প্রচুর
ছাই হয়ে শেষ নিভে যাওয়ার পরে ।
আর্তনাদে মূর্ছে পড়ে আওয়াজ
অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে মোড়ে ।
এইসব এখন গল্প পরের পৃষ্ঠায়
কালকে হয়ত ঝাল - মুড়ির ঠোঙায় ।
যাদের গেছে তাদের এখন কী হাল !
সম্ভব হলে বিচার খোঁজো রাস্তায় ।
Tags:
কবিতা