নিয়াজউদ্দিন সুমন

sumon


তুমি নেবে

আমি দেব
তোমাকে বিশ্বাসের ছোঁয়া
শ্বাশ্বত রাত্রির পবিত্র
হয়ে আসা ভালবাসা।

আমি দেব
তোমাকে বসন্তের রক্তিম
ফুলের সাজ
দখিনা শীতলবায়ুর পরশ।

তুমি নেবে
তবে এসো মুছে ফেল
জমে থাকা সব বিষন্নতা।

তোমার দু’হাতে তুলে দেব
আমার নিখাঁদ ভালবাসা।




Previous Post Next Post