সুমিত্রা পাল

sumitra

গাঢ় জলের রং মাখা শব্দে

প্রতিবাদী সব কণ্ঠস্বর ছাপিয়ে
গভীর জলের রং মেখে
শুধু কয়েকটি শব্দ
গভীর এক ব্যকুলতার স্বাক্ষর।
নবীন গ্রন্থির স্মারক।

সহস্র আজানের পথ বেয়ে
প্রার্থনার অনুরণন নিয়ে
শব্দগুলি আমাকে বিদ্ধ করে এমনভাবে
ক্রুশকাঠে যীশুখ্রিষ্টকে যেমনভাবে...

আমি মানবতাবাদের বোধে কানায় কানায়
পরিপূর্ণ হয়ে উঠি।





Previous Post Next Post