ক্রমশ ব্ল্যাকহোলে
পরিযায়ীর ডানা চড়ে কোথায় চলেছে মানবতা?
ওরে পরিযায়ীর,তুই জানিস নাকি?
নাকি তুইও গাধা সেজে মোট বয়ে চলেছিস?
হ্যাঁ-রে মানবতা;তুই তো জানিস নিশ্চই -
তুই-ই বলে দে না,কোথায় চলেছিস সেজেগুজে?
পৃথিবীর ওই'পারে সেই জগতে-
মানুস যেথা ফানুস হয়নি আজও…
নাকি,শুধু মুখ লুকাবি বলেই-
খুঁজে চলেছিস নিশীথ কালো আঁধারের।
তোর আর লজ্জা পেয়ে লাভ কী বল?
সবাই তো মুখোশধারী,
মুখোশ পরে মানুষ সেজে সুট-বুট আর টাই!
না পালালেও হারিয়ে যাবি কালের নিরুদ্দেশে
হারিয়ে যাচ্ছে সভ্যতার মানবতা
…ক্রমশ ব্ল্যাকহোলে।