যীশু সম্পর্কিত
প্রায় একবছর পর ডিপ্রেশন থেকে বের হলেন যীশু । হ্যাঙ্গারে ঝুলছিল ডোরাকাটা ক্রুশকাঠের জামা । খুব দ্রুত গলিয়ে নিলেন গায়ে । আভ্যন্তরীন পকেটের পিস্তলটি মুঠো করে চেপে ধরলেন । আহত বাঘের রাগী চোখের মতো টগবগ ফুটছিল দুটি বুলেট । ক্রমশ শক্ত আর খাড়া হচ্ছিলো পিস্তল ।
রাস্তায় অনেকদিন পর । মাথায় চাড়া দিয়ে উঠছে বরফের পাহাড় , ত্রিশূল মুখ । অসহায় যীশু খুঁজছিলেন কুমারি মায়ের পেট থেকে বেরনো বে – আব্রু ডিসেম্বর । গৃহবন্দী থেকে থেকে তাঁর স্পাইনাল কর্ডটি লতানো প্যাঁচানো প্রতারণা , চোখের জহ্লাদ বদলে ফেলছে লিঙ্গ । পুড়ে ছাই যৌথ নিলাম । যীশু ঈশ্বর নন , কোনো কালেই ছিলেন না । ইতিহাস ভুল কথা শোনায় । যীশু আসলে নজরবন্দী ক্যাকটাস ।
কাঠগড়ায় দাঁড়ানো ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার সময় পকেটের পিস্তল জানান দিচ্ছিল কোনো হত্যা বা প্রেমের জন্য মাত্র দুটো বুলেটই কাফি নয় ...
জেরুজালেমের শ্রেষ্ঠ স্তনে অনেকদিন মুখ রাখেননি যীশু ...