অতীতগামী ভবিষ্যত
নিরবতারও থাকে কিছু কথা
যদি তাকে সাজাতে পারো
কথা দিলাম ফিরবো…
যদি মনের কোচরে জমা আভিমানে
সোনার কাঠি ছোঁয়াতে পারো।
পথের ধুলো কুড়িয়ে দেখেছি
আমার আঙুলে সোনা
পথের বাঁকেই পড়ে আছে যত অতীত,
হারানো ঠিকানা।
আকাশ আছে নিজের মতোই, উদ্বাহু উদার
নিভেছে সময়, আকাশে তাকানো চোখে তারায়
অন্তহীন অন্ধকার।
চেনা পথঘাট, মোড়ের জটলা পাল্টেছে সেই পাড়া
কী বা আছে করার?-
স্মৃতিগুলো নিয়ে একা হয়ে যাওয়া ছাড়া!
স্মৃতির নকশিকাঁথায় কেটে যায় গোটা রাত
সুতোর বুননে আলাদা করেছি
অতীতগামী ভবিষ্যত।
নিরবতারও থাকে কিছু কথা
যদি তাকে সাজাতে পারো
কথা দিলাম ফিরবো…
যদি মনের কোচরে জমা আভিমানে
সোনার কাঠি ছোঁয়াতে পারো।
পথের ধুলো কুড়িয়ে দেখেছি
আমার আঙুলে সোনা
পথের বাঁকেই পড়ে আছে যত অতীত,
হারানো ঠিকানা।
আকাশ আছে নিজের মতোই, উদ্বাহু উদার
নিভেছে সময়, আকাশে তাকানো চোখে তারায়
অন্তহীন অন্ধকার।
চেনা পথঘাট, মোড়ের জটলা পাল্টেছে সেই পাড়া
কী বা আছে করার?-
স্মৃতিগুলো নিয়ে একা হয়ে যাওয়া ছাড়া!
স্মৃতির নকশিকাঁথায় কেটে যায় গোটা রাত
সুতোর বুননে আলাদা করেছি
অতীতগামী ভবিষ্যত।
Tags:
কবিতা