প্রণব বসুরায়

pranab

পায়েস রান্নার কৌশল 

সুগন্ধ পাচ্ছি, তাই কাছাকাছি ফুল আছে
---ধরে নিলে ভুলের সম্ভাবনা থেকে যায়।
আমরা সঠিক জানি না মুখে মুখ দিয়ে
কখন চুমু খেতে হয়, কখন কামড়

তুমি তো বাচিক শিল্পী,
গানে অথবা পাঠে টেনে রাখো
উঠি- উঠি শ্রোতা ও সঙ্গিনী;
ইদানীং সদা ব্যস্ত দেখছি তোমাকে--

পায়েস রান্নার কৌশল আশা করি, ভোল নি এখনও
--- এখনও বর্ষাই নয়, মূর্খ আমি
বেখেয়ালে, দেখেছো, শীতের কথা এখনই ভাবছি!

চিঠিতে লিখছি এইসব হাবিজাবি কথা
চাও যদি, ভাঁজ খুলে, পড়ে নিতে পারো...




Previous Post Next Post