রবিবার, আগস্ট ২১, ২০১৬
প্রদীপ চৌধুরী
জয় হোক
বাজুক শঙ্খ ধ্বনি
যুদ্ধ আসুক নেমে
শুভ শক্তির বিজয় হোক
অশুভ যাক থেমে
ঘরে ঘরে প্রদীপ জ্বলুক
জ্বলুক সুখের আলো
অশুভরা শেষ হয়ে যাক
কাটুক রাতের কালো
এদেশে শান্তি আসুক
পালাক দুঃখের জোয়ার
দীন-দুঃখিদের অন্য জুটুক
খুলুক সুখের দুয়ার
অশুভকে শেষ করে দাও
তাদের আঘাত হানো
কালো রাতের অবসান হোক
এটাই হয় যেন

