পারমিতা চক্রবর্ত্তী

paramita

ছাড়পত্র

রাতের দরজায়
বেওয়ারিশ লাশেদের দামের ইস্তাহার

সময়ের স্রোতে উচ্ছিস্ট পেরিয়ে আজ শকুনের দলে সামিল হলাম

মনের চাদরে রক্তের ছাপ
মগজে পড়েছে বিস্তীর্ণ তালা

প্রতি মৃত্যুর শেষে কণ্ঠে অনুচ্চারিত
জাতীয়তাবাদ

যাপনের সংঘাতে চাপা পড়েছে
মন কবিতা পড়েছে বর্ম

শব্দ খুঁজে বেড়ায় শহরের অলিগলি
ছেঁড়া অক্ষরে মুখ ঢাকে ধর্ম

রাষ্ট্র বলছে সন্ত্রাসের রঙে রাঙা হয়েছে শান্তির দুখিনী বর্ণমালা

কার্ফিউ ঢলে পড়েছে নিশব্দ ঘুমে
রাত জুড়ে শুধু কুকুরের চিৎকার

ঘড়ি খুঁজে বেড়ায় রাস্তায় রাস্তায়
সময়ের তালিকা

সন্ত্রাসে মুখ ঢাকে সূর্য




Previous Post Next Post