শরীরে মৃত্যুগন্ধ
তোমার হাতের তুলি শুধু মৃত্যুকে চেনে।
ক্যানভাসে জেগে থাকে শবের মিছিল। রক্তিম সমুদ্রফেনায় ঢেকে যায় সকালের শিশিরের আলো,আর
হিংসার লালায় ভরা ডাস্টবিনে ভালবাসো উন্মত্ত মাছিদের উল্লাস।
জীবনকে দূরে ঠেলে শরীরে মৃত্যুগন্ধ মেখেছ হেলায়!
পৃথিবীর হিমমাখা হাত ধরে দেখ একবার। আজও জোনাকির নরম আলোয় রাত নামে তিতিরের ঠোঁটে।
বেলা শেষে জীবনই শুষে নেয় শরীরবিক্ষেপ।