সোমবার, আগস্ট ১৫, ২০১৬
মুধুমিতা পিরি
sobdermichil | আগস্ট ১৫, ২০১৬ |
কবিতা
| মিছিলে স্বাগত
কোন সে পথের আলে
ভরা বাদল গেছে চলে
তবু চোখে আমার আজ
আষাঢ় নেমেছে!
ওই পদ্ম পাতার মাঝে
শিশির পড়েছে,
রঙিন আলোর খেলায়
প্রজাপতিরা মেতেছে
তবু দু-চোখে কেন আজ
আষাঢ় নেমেছে!
হঠাৎ সাদা মেঘে
কে- দিলো কালো ওড়না?
বজ্রপাতের ঝাঁকুনিতে
মনে রইলো শুধুই বেদনা!
জোনাকিরা সব আলো দিয়ে
মন ভরাতে চেয়েছে
তবু দু-চোখে কেন আজ
আষাঢ় নেমেছে!
শিউলি ফুলের গন্ধে
আকাশ ম-ম করে,
তবু মনের মাঝে কেন
ভীষণ আগুন জ্বলে?
মহামায়ার সাজে
সবাই মেতেছে
রঙিন মালায় আজ
তিলোত্তমা সেজেছে
তবু বুকের মাঝে কেন---আজ
আষাঢ় নেমেছে!


আষাঢের ছোয়াঁয় মন হল উতালা। শুভ কামনা কবি...
উত্তর দিনমুছুন