প্রতিনিয়ত
জন্ম -মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমি
একদিকে অতল খাদ ,
অন্যদিকে সৃষ্টি ।
মাটি জল কাদা মেখেছি
তৈরি হচ্ছে অবয়ব ।
ইচ্ছেমতো গড়ছি আর ভাঙছি !
কোনটাই নিখুঁত হচ্ছে না ,
ঠিক যেমন আমি চেয়েছি
কিছু ভুল ,কিছু ভ্রান্তি --
কোথাও আলো দেখতে পাই না ।
অন্ধকার পিচ্ছিল পথ ,
তবু সামনে চলার চেষ্টা প্রতিনিয়ত ।
।