অনিবার্য
এনট্রোপি বেড়েই চলেছে
বিষাদমাখা বটিকা খেয়ে চলে আনন্দলহরী
ফুরিয়ে যাবে একদিন, সূর্য কি তা জানে!
মাথার উপর ছাদ ভেঙ্গে গেছে সেই কবে
নিজেই বসে আছি ছাদ হয়ে
ভাঙচুরের হাতুড়ির বাড়ি আজ আমিও শুনি।
আলোচোখে লন্ঠন হাতে
তমসার চোখে পাঠ করি খোলতাই রুপ
বারবারই প্রেম আসে-
কে বলে আঁধার তুমি শুধুই আঁধার!
গোরস্তানে সারি সারি মূর্দা অংক কষে
আহা, দুনিয়ায় কী যে জারিজুরি!
আলোচোখে লন্ঠন হাতে ডায়োজিনেস খুঁজে মরে।