অদৃশ্য বার্তা
মানুষ তো শরীরে কথা কয়
শরীরের অতল বলে আজকের মত ভাল আছি
কিশোর শরীরের উত্তাল তরঙ্গ গভীরে যেতে চায় না
ওরা সরল
ছুটে চলার আনন্দে বিভর
ধীরে ধীরে স্থির হলে শরীর হেসে বলে
পরিত্রাণ পেতে সেই শরীরের বালকে ঢুক
রহস্যের বেড়াজাল থেকে বেরানো কি যে ভার
মন তাকে খুঁজে মরে
মন এক পর্জায়ে গপ্পোগুজব করে ঘুমিয়েই পরে
শরীর হারিয়ে গেলে মনও শরীরের সীমানা ছেড়ে দেয়
কেউ কারো নয়
একটা বিন্দু শুধু মহাসমুদ্রের টান রাখে
বেঁচে থাকার কারণে
বেঁচে থাকাটাও জীবন নয়
জীবনটা প্রশ্নবোধক ন্যায় দাঁড়িয়ে থাকে
সম্পর্কের ভেতরে গুমরে কাঁদে
Tags:
কবিতা