ঝিলিমিলি

jhilimili

অদৃশ্য বার্তা 

মানুষ তো শরীরে কথা কয়
শরীরের অতল বলে আজকের মত ভাল আছি
কিশোর শরীরের উত্তাল তরঙ্গ গভীরে যেতে চায় না
ওরা সরল
ছুটে চলার আনন্দে বিভর

ধীরে ধীরে স্থির হলে শরীর হেসে বলে
পরিত্রাণ পেতে সেই শরীরের বালকে ঢুক
রহস্যের বেড়াজাল থেকে বেরানো কি যে ভার
মন তাকে খুঁজে মরে
মন এক পর্জায়ে গপ্পোগুজব করে ঘুমিয়েই পরে
শরীর হারিয়ে গেলে মনও শরীরের সীমানা ছেড়ে দেয়

কেউ কারো নয়
একটা বিন্দু শুধু মহাসমুদ্রের টান রাখে
বেঁচে থাকার কারণে

বেঁচে থাকাটাও জীবন নয়
জীবনটা প্রশ্নবোধক ন্যায় দাঁড়িয়ে থাকে
সম্পর্কের ভেতরে গুমরে কাঁদে



Previous Post Next Post