ALGUNAS AMISTADES SON ETERNAS
Pablo Neruda
কোন কোন বন্ধুতা অনন্ত হয়
পাবলো নেরুদা
জীবনে কখনো কখনো তোমার দেখা হয়ে যায়
একটি বিশেষ বন্ধুতার সঙ্গে ঃ
সেই বিশেষ কেউ যে তোমার জীবনে এসে
তোমায় বদলে দেয় পুরোপুরি।
সেই সে মানুষ যে তোমায় স্তব্ধ না করে ক্রমাগত হাসাতে থাকে;
সেই সে লোক যে তোমায় বিশ্বাস করায় যে পৃথিবীতে
সত্যি সত্যি ভালো জিনিসও আছে।
সেই কেউ যে তোমায় বুঝিয়ে ছাড়ে যে
একটা দরজা খুলে যাবার জন্য উন্মুখ থাকে
যাতে তুমি তাঁকে খুলে দাও।
সেই সে এক অনন্ত বন্ধুতা...
তুমি যখন কষ্টে থাকো
আর চারপাশ ছায়াবিধুর শূন্যস্থান লাগে
চিরকালের সেই বন্ধুতা তোমার প্রাণ জাগিয়ে তোলে
আর ওই অন্ধকার জনশূন্য চরাচর
করে তোলে আলো ঝলমলে সমতল।
তোমার চিরকালের বন্ধুতা তোমাকে সাহায্য করে
কঠিন ক্ষণে, দুঃখ দিনে,
আর বড় বেশি দ্বিধাদ্বন্দ্বের সময়।
যদি তাকে দূরে ঠেলে দাও,
তোমার অনন্ত বন্ধুতা তোমারই পিছু পিছু চলে।
যদি পথ হারিয়ে ফেলো
তোমার অনাদি বন্ধুত্ব হাত ধরে নিয়ে চলে তোমার
আর বলতে থাকে তোমাকে সব ঠিক হয়ে যাবে।
যদি তুমি তেমন বন্ধুতার দেখা পাও
তোমার খুশি খুশি লাগে আর আনন্দে ভরে ওঠো তুমি
কারণ তোমাকে দুশ্চিন্তায় ফেলবে এমন কিছুই যে তখন আর থাকে না।
সারা জীবনের জন্য তোমার এক বন্ধুত্ব আছে,
যেহেতু এক অনন্ত বন্ধুময়তার কোন সমাপ্তিরেখা থাকে না।
অনুবাদ- জয়া চৌধুরী
Tags:
অনুবাদ