সোমবার, আগস্ট ১৫, ২০১৬
হরিৎ বন্দ্যোপাধ্যায়
আজকে সময়
ঘুরছি আমি, ঘুরছ তুমি
ঘুরছে সবাই নাগোরদোলায়
মুখে মুখোশ,তীক্ষ্ম ছোরা
দিচ্ছে উঁকি হাতের ঝোলায় ।
বললে কথা তা যেন হয়
প্রভুর কথায় তালে তাল
হাজার চোখে হালের মাথা
হাওয়া বুকেও কোঁকড়ানো পাল ।
মাঝ উঠোনে তিড়িং বিড়িং
লাফায় ঝাঁপায় একটি চড়ুই
পুঁটির লেজে জলের নাচন
তাকিয়ে দেখে কাতলা ও রুই
এমনি করেই আসবে তুফান
রোদের আলোয় মাঝদুপুরে
অপাঙতেয় নেড়ি কুকুর
মাংস লোভে আসবে তেড়ে ।


Good satire
উত্তর দিনমুছুন